বুঝি আপনার পিছু নিয়ে চলে গেছে যুথবদ্ধ স্বপ্ন




মানুষ স্বপ্ন দেখে, সেই স্বপ্ন কখনো রঙিন, কখনো বা ধূসর। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই স্বপ্ন ব্যক্তিগত অনুভবের ঘেরাটোপে বন্দি থাকে। খুব প্রিয় কোনো মানুষকে হয়তো সেই স্বপ্নের ভাগ দেওয়া যায়। তবুও তা ব্যক্তিগত চৌহদ্দি পেরিয়ে সামষ্টিক আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয় না। আসলে, সামষ্টিক স্বপ্ন দেখার কিংবা দেখানোর সক্ষমতা সবার থাকে না। যুগে যুগে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে, যারা ক্রান্তিকালের ত্রাতা হয়ে মর্ত্যে আসেন। তাঁদের সংখ্যা পৃথিবীতে খুব, খুব কম।

সেই বিরল স্বপ্নদ্রষ্টাদের অন্যতম একজন: মার্টিন লুথার কিং জুনিয়র। মহাকালের ললাটে তিনি খোদাই করে গেছেন স্বপ্ন দেখা এবং দেখানোর এক অমলিন দাস্তান। তাঁর সেই কালজয়ী উচ্চারণ, “I Have a Dream”, শুধুমাত্র একটি কোণঠাসা জাতিগোষ্ঠীকে আশার আলো দেখায়নি, বরং তাদের অধিকার আদায়ের সংগ্রামে করেছিল অকুতোভয়-অপরাজেয়।

১৫ জানুয়ারি ছিল এই মানূষটির জন্মদিন। আজ ১৯ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে ‘মার্টিন লুথার কিং ডে’। এই অর্জন কেবল একজন ব্যক্তির নয়, বরং এটি ছিল একটি অবদমিত জনগোষ্ঠীর যুথবদ্ধ লড়াইয়ের ফসল। যা সম্ভব হয়েছিল তাঁর অনন্য নেতৃত্বের গুণে।

আফসোসের বিষয়, বর্তমান বিশ্ব শান্তিবাদী -স্বপ্নবাজ নেতৃত্বের এক চরম শূন্যতায় ভুগছে। এখন আমরা বড় বেশি আত্মকেন্দ্রিক। আমাদের স্বপ্নগুলো ব্যক্তিস্বার্থের ক্ষুদ্র বৃত্তে আটকে গেছে। দেশ, সমাজ কিংবা রাষ্ট্র রসাতলে গেলেও আমাদের ভ্রুক্ষেপ নেই। আমরা যেন এক অদ্ভুত মোহে পড়ে সৃজনের বদলে ধ্বংসকেই ত্বরান্বিত করছি। প্রিয় মার্টিন লুথার, আপনার মতো একজন প্রকৃত নেতার অভাবে কোটি কোটি মানুষ আজ সামষ্টিক অগ্রগতির মহাসড়ক থেকে ছিটকে গেছে। আজ আর সপাটে কেউ আমাদের স্বপ্ন দেখাতে এসে বলে না— “I Have a Dream”

কিং জুনিয়র, আপনি যে স্বপ্ন দেখেছিলেন, তা ছিল বৃহত্তর মানবতার জয়গান। অথচ আজ আমাদের তথাকথিত চতুর নেতারা স্বপ্ন দেখানোর পরিবর্তে নিজেদের আখের গোছাতেই বেশি ব্যস্ত। তাদের মেকি কণ্ঠে জনকল্যাণের জন্য আন্তরিকতা নেই; বরং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার কৌশলী আস্ফালনে তারা নির্লজ্জভাবে বলে ওঠেন:

“I Have a Plan!”

ছবি কৃতজ্ঞতা: এআই

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাদ যাবে কি মুজিব(বাদ!)?

শান্তির ছদ্মবেশে কি স্বাধীনতাহরণ?

বড় বেদনার মতো বাজে...