জাদুকর, আপনার অনন্তের যাত্রা শান্তির হোক
এক জীবনে মানুষ তার শৈশব ভাঙিয়েই বুঝি বেঁচে থাকে। আমাদের লাল-নীল রঙের শৈশবের বুক পকেটে গোঁজা থাকে একজীবনের খুশি-- কুড়িয়ে পাওয়া আনন্দ নামের মণিমুক্ত। সে যেন এক সোনার কাঠি-রূপোর কাঠির গল্প। যার ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে আমাদের ছেলেবেলা। আজ একটা মন খারাপের খবর জেনে আমার শৈশবও বুঝি চিবুক নেড়ে কাছে এসে বসে পড়লো। ওর বুকপকেট থেকে উঁকি দেওয়া স্মৃতি জীবন্ত হয়ে উঠলো নিমিশে--
ওই তো দিব্যি যেন দেখতে পাচ্ছি, কিশোর, মুসা আর রবিন রওনা দিচ্ছে ক্যানারি দ্বীপে-- সেই কোন সুদূর অতীতে পড়া 'রহস্য দ্বীপ' সতর্ক করে বলছে- নির্জন আর শান্ত ওই দ্বীপে ওদের জন্য বিপদ ওত্ পেতে আছে-- কিন্তু ডাকাবুকো ছেলে তিনটিকে কে আটকায়। শুটকিটেরির শতেক হ্যাপাতেও কী কাজ হয়েছে কখনও। শুটকিটেরির নাম মনে পড়তেই বিষণ্নতা টপকে নির্লজ্জের মতো ঠোঁটে হাসি ফুটতে চায়। হালকা পাতলা গড়নের হওয়ায় কলেজের একদুষ্টু বন্ধু আমাকে ওই নামে ডাকতো-- আকারে শুটকিটেরি হলেও স্বভাবে মোটেও তা ছিলাম না। যেহেতু রেগে যেতাম, সে তাই মজা পেয়ে আরো বেশি করে 'শুটকিটেরি,শুটকিটেরি' বলে ক্ষ্যাপাতো। আমার শৈশব-কৈশোরের অনেকটা জুড়ে 'তিন গোয়েন্দা'। সময় উজিয়ে বুড়ি হয়ে গেলেও 'তিন গোয়েন্দা'র সঙ্গে কাটানো নির্মল আনন্দের স্মৃতি এখনও তাজা-- বুক জুড়ে। ওরকম কতশত আনন্দ নাড়ুর স্বাদে ভরা 'তিন গোয়েন্দা' পাঠের সুখস্মৃতি যিনি আমাদের পাতে তুলে দিতেন-- তাঁকে, আড়ালের সেই মানুষটিকে আমরা জাদুকর ভাবতে ভালোবাসতাম। জাদুকর না হলে ওভাবে কেউ বুঝি শত শত কিশোর-যুবার সবটা মনোযোগ চুরি করতে পারেন!
শুধু কী তিন গোয়েন্দা? 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্নফ্রন্ট', জুলভার্নের সিরিজসহ অন্যান্য ওয়েস্টার্ন বইগুলোকে ঘুণাক্ষরেও কখনও অনুবাদ বলে মনে হয়েছে? সেবা প্রকাশনীর অনুবাদ এতটাই মসৃণ, আর উঁচুমাত্রার ছিল-- আমার মনে হয় না বাংলাদেশের কোনো অনুবাদকের পক্ষে সেটা টপকে যাওয়া সম্ভব। তার মধ্যে যাঁকে তালিকার প্রথম দিকে রাখবো তিনি 'তিন গোয়েন্দা'র জাদুকর রকিব হাসান।
আড়াল প্রিয়, নিভৃতচারী রকিব হাসান পরিপূর্ণ আর উদযাপনযোগ্য একটা জীবন কাটিয়ে আজ পাড়ি জমালেন কোনো এক রহস্যময় দ্বীপের উদ্দেশ্যে। তিনি তাঁর কাজের যথাযোগ্য স্বীকৃতি হয়তো পাননি। কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মের অকৃত্রিম অকপট ভালোবাসা কেড়ে নিয়েছেন যোগ্যতার জোরে। এরচেয়ে বড় স্বীকৃতি লেখক জীবনের জন্য আর হয় না। তাঁর শত শত ভক্ত আজ তাঁকে শ্রদ্ধা-ভালোবাসার সঙ্গে বিদায় জানাচ্ছে। আমাদের শৈশব-কৈশোরের জাদুকর, আপনার অনন্তের যাত্রা আনন্দময় হোক।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন