যুদ্ধকারিগর


যুদ্ধের ঢাকে নয় হৃদয়ের সুরে বাজুক গান

রক্ত নয়, ফুটুক ফুল, মৃত মানবতা পাক প্রাণ

শিশুর চোখের রঙিন স্বপ্ন ঢেকে দেয় ধোঁয়ার রেখা

যুদ্ধের রীতি না জেনেই যে ঝাঁপিয়েছিল নির্ভয়ে

সেই ছেলেটিকে যায় না কোথাও আর দেখা

হারিয়ে গেছে সে আরো শত শত না ফেরা সাথীদের ভিড়ে...

মাছের মায়েরা দিলো বানোয়াট বাণী- "সীমান্ত বাঁচাও,”

প্রাণ গেল শত শত

বললো কি কেউ, ভালোবাসাও বাঁচাও, আর রক্ষা করো মাটির ক্ষত?

বিশ্ব মোড়লেরা আজ এর ঘরে, কাল ওর ঘরে দিচ্ছো যে খুব আগুন

জেনো একদিন ঘুরে সে আসবেই জ্বালাতে তোমাকে দ্বিগুণ

৬/২২/২০২৫              

ছবি: ইন্টারনেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাদ যাবে কি মুজিব(বাদ!)?

'সখী, ভালোবাসা কারে কয়!'

শান্তির ছদ্মবেশে কি স্বাধীনতাহরণ?