অকাজের কচড়া
ঘন দুধের চায়ে চুমুক দিতে গিয়ে মনে হলো-
স্মৃতি ভদ্র হিন্দু হয়ে এরকম চা পান করে,
আমি মুসলমান, এমন চা পান করা কি ঠিক হবে!
আড়ালের দৃর্মতির উদ্দেশ্যে উইঙ্ক ছুঁড়ে দিয়ে
চায়ের কাপে আয়েশি চুমুক দিলাম।
নেটফ্লিক্সে নতুন সিরিজ দেখতে বসে মনে হলো-
স্মৃতি ভদ্র হিন্দু হয়ে একই প্ল্যাটফর্মে ছবিটবি দেখে
আমি মুসলমান একই সাইটে জমা রাখি সময় খরচের আনন্দ।
দুষ্টু ভাবনা ভাসান দিয়ে ইতালিয়ান সিরিজে ডুবে গেলাম।
রুটিন মাফিক লিখতে বসে মনে হলো-
স্মৃতি ভদ্র হিন্দু হয়ে লেখালিখি করে,
মুসলমান আমিও কিছুমিছু লেখার চেষ্টা করি
ধর্ম ভুলে আমরা এপথের পথিক বহুদিন।
ইদানীং মুক্তিযুদ্ধ,, শেখমুজিব, এসব শব্দের ভেতর ভূত দেখছে
অনেকেই–
হিন্দু স্মৃতি ভদ্র আর মুসলমান আমি, ওসব শব্দের ভেতর
খুঁজে পাই নিজেদের অস্তিত্বের ভিটেমাটি, স্পষ্ট চোখে দেখি
অহঙ্কারী তর্জনীর ইশারা।
ধর্মের বিষাক্ত চোখকে ভেংচি কেটে আমরা কণ্ঠে কণ্ঠ মেলাই–
উচ্চারণ করি প্রাণের স্লোগান: জয়বাংলা!
[কিয়াস আহমেদের 'আমার কাঁধে একটি ধর্ম' অবলম্বনে
রচনা: ২৩ অক্টোবর, ২০২৪]
ছবি: এ আইয়ের তৈরি

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন